কবিতা ।। ইচ্ছে ডানা ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। ইচ্ছে ডানা ।। দেবযানী পাল

ইচ্ছে ডানা

দেবযানী পাল


আমি বহুদূরে ভেসে আজ গাঙ চিলের পাখায় ভরদিয়ে,
নীচে যত দূর চোখ যায় খুঁজে চলেছি শেষ ডাঙাটা 
যদি খুঁজে পাই,
একটু তো বসতে পারি বিড়ম্বনার ঠিকানায় যেতে যেতে তবু,
কালের খেয়ায় ওঠার আগে এটুকুই বিশ্রাম যা।
আকাশের বোবা কালা মেঘগুলোর দিকে তাকিয়ে
বলতে তো পারি,
দেখো,আমার শেষ পারানীর কড়ি কুড়োতে এসেছি,
নদীর দিকে তাকিয়ে এক নিশ্বাসে বলে যাবো,
অপেক্ষা না করে ভালই করেছো,
দিগন্ত সবুজ কে প্রাণ ভরে দেখবো আর শেষ
লুটোপুটি খাবো হেসেখেলে,
দখিনা হাওয়া কে বলবো, একটু শীতল পাটি বিছিয়ে দিতে,
রাত হয়ে গেলে কূর্নিশ করবো অজস্র তারার প্রদীপের আলো কে,
আমায় নিঃসীম ছমছমে অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য,
ভোরের আলো ফোটার জন্যও অপেক্ষা করতে হবে যে,
ওই কুয়াশা কাটা সোনার রঙে পাখিদের গান শুনবো বলেই তো,
ভাবছি, আরও কাদের সাথে কথা আছে! তবে
কোনও মানুষের সাথে নয়,
তাহলে আবার ভাসতে হবে দূর থেকে দূরে,সরে সরে অজানায় ।

1 comment: