কবিতা ।। আমি অহল্যা ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। আমি অহল্যা ।। আশিস ভট্টাচার্য্য


আমি অহল্যা

 আশিস ভট্টাচার্য্য


আমি অহল্যা , প্রজাপতি ব্রহ্মার মানসকন্যা
অপরূপ সুন্দরী কিন্তু ব্রহ্মার খেয়ালীপনায় আমার স্থান হয় দীনহীন ঋষি গৃহে।

গৌতম গৃহিণী হয়ে দরিদ্রের কষ্টের জীবন কাটাতে অভ্যস্ত আমি একদিন আচমকা ভরে দেবরাজ ইন্দ্র কামনার বসে ছদ্মবেশে হানা দেন আমার রূপসী দেহে ।

ঘুমন্ত আমাকে নগ্ন করে কামনা পূরণ করেন, তাঁর বলিষ্ঠ ইন্দ্রিয় উত্তাপে বুঝি ইনি আমার বৃদ্ধ, নিরাসক্ত স্বামী নন।

আমার দীর্ঘ তৃষ্ণার্ত জীবনে এক মুহূর্তের কামনার স্পর্শ আমাকে পাষাণ বানিয়ে দিল।
প্রভু রামচন্দ্রের পায়ের ছোঁয়ায় আমি প্রাণ পেলে আমি হই পঞ্চসতীর অন্যতমা।

*************************
 
 
আশিস ভট্টাচার্য্য
 রামকানাই গোস্বামী রোড, শান্তিপুর, নদিয়া -741404 

No comments:

Post a Comment