Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। কলতান ।। শীলা সোম

কলতান

শীলা সোম


সকালবেলায় কিচিরমিচির বসেছে যে সভা, 
কত  কথাই  হয়  সেথায়, পাখির  প্রগলভা।
দূর দেশেতে  থাকে  কেউ,  পরিযায়ী তাদের বলে, 
সংখ্যা তাদের নয় যে কম, দুলকি চালে চলে। 
শীতেই আসে সে সব পাখি, বসে ঝিলের ধার, 
শীত পেরোলেই তারা কোথায় হয়  পগারপার। 
ময়না, টিয়া, বুলবুলি যে বলেই চলে কথা, 
ফিঙে নাচে পাতায়  পাতায়, ভুলে মনের ব্যথা। 
উঁচুতে ওড়ে বাজ, চিল, শিকার ধরার তরে, 
নজর তাদের নীচের দিকে, ভাগাড়ের পরে। 
শালিখ  কেমন ঝগড়া করে, শুধুই খুনসুটি, 
টূনটুনি যে বাসা বানায়, কেমন পরিপাটি। 
তালগাছের মাথাতেই বাবুই বানায়  বাসা, 
কোকিলের ডিম কাকের ঘরে, বাচ্চা হয় খাসা। 
টুপ্ করে  ঐ মাছ ধরে খায়, মাছরাঙা তার নাম, 
বৌ কথা কও ডেকেই চলে, দেয় না কেউ দাম। 
কাঠ ঠোকরা ঠুকে ঠুকে করে গাছের কোটর, 
ময়ূর  কেমন  পেখম  ধরে,   অতীব  সুন্দর। 
জাতীয় পাখি বলে  যে তার গর্বের নেই শেষ, 
চন্দনা বড় ই অভিমানী, মনেতে তার ক্লেশ। 
কাক  কেমন  নোংরা খেয়ে, সব করে পরিষ্কার, 
বক চেয়ে রয় মাছের আশে, জলার ই ধার। 
হাঁস, মুরগী, পাড়ে ডিম, খাদ্য যে মানুষের, 
ধনীরা  পায়রা ওড়ায়, পয়সা যাদের ঢের। 
চড়াই কোথায় হারিয়ে গেছে, ফাঁকা অট্টালিকা, 
রাতের বেলায় পেঁচা ডাকে, বাড়ায় বিভীষিকা। 
কাকাতুয়ার মাথায় ঝুঁটি, দোয়েল গায় গান, 
সকাল থেকেই হয় যে শুরু পাখির কলতান। 









মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল