অণুগল্প ।। চিটিংবাজ ।। প্রদীপ দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

অণুগল্প ।। চিটিংবাজ ।। প্রদীপ দে

চিটিংবাজ

প্রদীপ দে


কথোপকথন শ্রবণে আগ্রহী।
কিন্তু লুকিয়ে রা আন্দাজ লাগানো হয়তোবা অন্যায়। ন্যায় নীতি আপাতত তুলে রাখলাম,কালি, কলম আর মনের তাগিদে।

--  আরে আমার কথা ছাড়ুন। আমার কোন অভাবই নেই। 
হো হো হো ভুবনমোহিনী হাসি, প্রথম জনের।

--  সেতো বটেই। খুব ভালো কথা।
দ্বিতীয় জনের তারিফ।

--  বউ মারা গেছে। আমি একা। দুটি বাড়ি একটা ফ্ল্যাট। কি করবো কাকে দেবো?
,
--  দু  দুটো বাড়ি?

--  না,  না একটা বাড়ি আর একটা ফ্ল্যাট।

--  ওহঃ ওহ .....

--  সারাজীবন প্রচুর কামিয়েছি পি ডাব্লু ডি র
কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার ছিলাম। বাইরে বাইরে থাকতাম। শেষ জীৰন পেপার ডকুমেন্টারীর উদ্দেশ্যে এই কলকাতায় আসা। না হলে কলকাতায় কি মানুষ থাকে?

--  আচ্ছা। আচ্ছা। আপনার ছেলে মেয়ে?

--  ছেলেতো বিশাল কোম্পানী তে কাজ করে। বাইরে। প্রচুর মাইনে। মেয়েও চাকরি পেয়ে যাবে। সেন্টজিভিয়রাস এ ডবল এম এ। গোলপার্ক থেকে স্প্যানিশ ভাষা । ফোরেনে চাকরী পেয়ে যাবে।

--  তাহলে বাড়িতে রান্নবান্না?

--  কাজের লোক সব করে দেয় আমি গাছের পরিচর্যা করি। ব্যায়াম ধ্যান করি রোজ। বাড়ি আর ফ্ল্যাটটা ছেলে মেয়েকে দিয়ে দেবো।

--  আমার ছেলেও তো কলেজে পড়ে। ওই কলেজটি কেমন?

--  ছ্যাঃ ছ্যাঃ ওটা বাজে কলেজ …
বলতে বলতে প্রথম লোকটি ভ্যানিশ। দ্বিতীয় জন যখন তাকে খুঁজতে ব্যস্ত তখনই তৃতীয় জনের প্রবেশ,
--  দাদা ওই ছিটিংবাজটা কোথায় গেল?

--  ছিটিংবাজ?

--  তা ছাড়া কি? দু বছরের বাড়ি ভাড়া বাকী তার উপর আমার বন্ধুর থেকে ঢপ মেরে অনেক টাকা ধার নিয়েছে, এখন দূর থেকে আমাকে দেখেই পগারপার! খুঁজে তোকে পাবোই …
শালা পালাবি কোথায়?

===============

প্রদীপ কুমার দে
বিরাটী আবাসন
এল আই জি -৯
এম বি রোড
নিমতা
কোলকাতা -৭০০০৪৯

1 comment: