ছড়া ।। শিশুর আবেগ ।। পশুপতি দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

ছড়া ।। শিশুর আবেগ ।। পশুপতি দত্ত


   শিশুর আবেগ

     পশুপতি দত্ত


আমি সত্যি করে বলছি
মা গো সোজা পথে চলব,
যাব না আমি বাঁকা পথে
আমি তোরই কথায় ভুলব।

পড়াতে আমার মন বসে না
খেলায় জগৎ ভুলি,
রং তুলিরও বেহাল দশা
পড়তে বসে ঢুলি।

মা দুঃখ পাস না মনে
সদাই মানব গুরুজনে,
বিদ্যেটা করব অর্জন
যতই কষ্ট আসুক মোর সনে।

আনব আমি সুদিন
যত অন্ধকার যাবে ঘুচে,
ভোরের আলো উঠবে ফুটে
সব দুঃখ যাবে মুছে।
 
================== 

 
 Pasupati Dutta
Vill-Bonbiddi (Asansol)
P.O - Basudevpur -Jemari
P.S - Salanpur, Dist - Paschim Bardhaman, PIN - 713335




No comments:

Post a Comment