কবিতা ।। সেই ছেলেটা  ।। মহা রফিক শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, November 19, 2022

কবিতা ।। সেই ছেলেটা  ।। মহা রফিক শেখ

 

সেই ছেলেটা 

মহা রফিক শেখ


ছেলেটাকে দেখলে বড় অসহায় লাগে।
মমত্ববোধ কেঁদে ওঠে অন্তরে।
বড়ই ভদ্র ,সৎ ,শিক্ষিত।
তার যত সামান্য বেতনে-  কত অশান্তি।
সংসার সংগ্রামে ক্লান্ত এক যোদ্ধা।
দীর্ঘ 18 বছরের চাকরিতে-  বিধ্বস্ত জীবন।
এখনো বেতন মাত্র আট হাজার।
রাজনীতিতে নাম লিখিয়ে সে কি দুর্ভোগ!
যাঁতাকলে পিষতে থাকে-  শাঁখের করাতের মতো।
ভেবে পাইনা ,কি করবে-  কোন পথে চলবে।

হঠাৎ সে অন্ধকারের জীবন বেছে নেয়।
না, খুন,ধর্ষণ অপহরণ, পাচার - নয়l
সে বেছে নিল তাস আর লটারি।
পিছিলে পড়া জীবন-  আরো পিছলে গেল।
সর্বস্বান্ত হয়ে গেল - মাত্র কিছু দিনে।
পারিবারিক অশান্তি চরমে ওঠে।
মুখ ফিরিয়ে নিল সবাই।
কাছের মানুষ - বন্ধুরাও।
দুঃসহ দুর্বিষহ হয়ে উঠল জীবন।
নিমেষে সকলের কাছে ঘৃণার পাত্র হলো।
একটা খড়কুটো ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা চালালো।
না, কেউ এগিয়ে এল না।

নিজেকে শেষ করা ছাড়া আর কোন উপায় নেই।
মৃত্যুই হয়তো মুক্তির পথ।
দেখতে পাচ্ছিলাম - একটা তরতাজা যুবক ক্রমশ গভীর গিরিখাতের পথে এগোচ্ছে।

সেদিন আমাকে বলেছিল-  কিছু টাকা হবে তোর কাছে? 
আমি প্রকাশ্যে "না" করে দিয়েছিলাম।
তারপর দীর্ঘ পাঁচ বছর ওর সাথে আর দেখা হয়নি।
জানিনা - গোটা পৃথিবীর ভার নেওয়া সেই ছেলেটা- এখন বেঁচে আছে কিনা !!
কি জানি ! হয়তো মৃত্যুও হতে পারে!
 
============
 
 
মহা রফিক শেখ 

No comments:

Post a Comment