তুষার আচার্য্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

তুষার আচার্য্যের কবিতা




মায়ের ভাষা 



আমার ভাষা, আমার রক্ত, আমার সম্মান, আমার অভিমান ও গৌরব।
ভারত, বাংলাদেশ, সুদূর সিয়েনা লিওন দেশেও মেলে আমার ভাষার সৌরভ। 

আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামদের যুব রক্ত বিপ্লব।
বুঝিয়ে দিল, দেখিয়ে দিল মায়ের ভাষা, বাঙলা ভাষাই সব। 

যে প্রান্তেই যাও না কেন, সপ্ত সাগর, সপ্ত নদী পাড়,
বাঙলা ভাষার সকল মানুষ খুলেছে সেথায় বাঙালী পসার।

দিন বদলের ডাকে, আমরা ভুলছি মায়ের কদর।
নিজের ভাষা ছেড়ে মোরা হচ্ছি মিশ্র ভিনদেশী বাঁদর।

চলতে গেলে, এগিয়ে গেলে, বিশ্বমানের দরবারে,
রঙ মাখছি, কেক কাটচ্ছি, বিশ্বায়নের জন্মদিনে।

রক্তে যতই থাকুক বাঙলা ভাষা, মুখের শব্দে নাই,
ইংরেজি আর ভাঙা হিন্দি নিয়েছে মায়ের ভাষায় ঠাই।

নিজের সাথেই নিজের লড়াই, নিজের শব্দেই নিজের লাজ
আসবে কবে আবার সেই আগুন, পুড়বে কবে এই বাঁদর সাজ? 
পড়বে কবে আবার সেই বিদ্যুৎ বাজ? 
ফিরে পাবই মোরা ১৯৫২-এর সেই তাজ। 

আন্তর্জাতিক এই দিবসের প্রাক্কালে এটাই হোক মোদের আশা,  
শুদ্ধ হোক মাতৃ ভাষা, আ মরি বাঙলা ভাষা, 
স্বতন্ত্র ও সুন্দর হোক আমার মায়ের ভাষা।