সোমনাথ বেনিয়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সোমনাথ বেনিয়ার কবিতা




বাংলা, ভাষা আমার 



আমার ভাষা আমাকে আগলে রাখে
আগন্তুকের স্মার্ট বুলির উপর -
                          হাসির দুধেল সর ফেলে দেয়
স্পর্শ দিয়ে বুঝে নেয় পরিচয়, চাহিদা, আড়াল কিছু
নিঃশর্ত ক্ষমা আমার ভাষার কাছেই শেখা
যত সংশয়, কষ্ট, অতিপ্রাকৃতিক বিষয় সুচালো ফলক
ভাষার মিষ্টি তরঙ্গে ভেসে যায়
ঘুমের ভিতর স্বপ্ন আসে, ছায়ামুখ
বাংলা ভাষা আমার মা, দেবী
বরাভয়ে জন্মকে বাজি রেখে -
                          মৃত‍্যুর সাথে হাডুডু খেলি ...

========================================

সোমনাথ বেনিয়া
ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875.