তাপসকিরণ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

তাপসকিরণ রায়ের কবিতা

মা, ডাকের আপ্লুত ঝংকার


যে বৃক্ষের তলে দাঁড়িয়ে তুমি প্রেম কথা বলো,
সেখানের রাঙাপথ কেন লাল হল জানো ?
একবার ভেবো--সেদিনের রক্তপথ আজের বিছানো কংক্রিট।
আজ নিশান্তে ঘুমিয়ে আছে স্বপ্নিল তরবারি,
আজ এই যে কবি তার জানালায় দাঁড়িয়ে
আপন ভাষায় অনর্গল তার স্বপ্ন রচতে পারে।
মা, ডাকের আপ্লুত ঝংকার, মনই তো জানে তার গভীর অনুরণন --
ভালবাসায় বসন্ত ফোটে, শূন্য কাঁটার গোলাপে রাঙে প্রেমিকাগাল !   
রক্ত শুকিয়ে গেলে বিবর্ণ শ্যাম--তারপর একদিন মাটি হয় খাঁটি,   
আসলে সে লালমাটি বিপ্লবের ইতিহাস বলে।
সে শহীদের রক্তধার আজও তোমার উঠোন
দেখো শোণিত ঘ্রাণ, নিকানো ন্যাতার  তলে  
মা'রা যে আজও সন্তানের শরীরঘ্রাণ পায়।      
লাবণ্যের নীচে এখনো রক্তলবন ঘ্রাণ, রক্তখার।
আপন রক্তে ওঁরা লিখে গেছে মাতৃভাষ, তোমাদের বুকে মাখা
বুৰ্বক হাতিয়ারী ভাষার ক্ষতচিহ্ন !
লৌহ ফলকে একদা ছিল শহীদের ভাষা নিবেদন।  
আজের ফেব্রুয়ারি তোমাকে স্মরি,  
মাতৃভাষায় ডাক দিয়ে, যাঁরা আর এলো নাকো ঘরে ফিরে--  

সেই বরকত, জব্বর, রফিকদের প্রতিকৃতি আজ নিজেরই হৃদয়ে ধরি।