সৌমেন সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সৌমেন সরকারের কবিতা




              মাতৃভাষা



"মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান",
উচ্চারিত হলে হৃদয় জুড়িয়ে যায়,
মন যেন মাতৃক্রোড় খুঁজে পায়
এতটাই বিপুল,বিশাল ও মহান।

মাতৃভাষা বোধগম্য হয় অনায়াসে,
যেমন মা খাওয়ালে পেট ভরে,
ইচ্ছে যত পায়ে দিই উজাড় করে
যত বায়না তাঁরই আশেপাশে;ভালোবেসে।

মাতৃভাষা সকল ভাষার সেরা,
সোনার বাংলার একমাত্র অভিমান,
করছি স্বাচ্ছন্দ্যে তাঁরই জয়গান
মাতৃভাষা উচ্চারিত হলে আবার আলোয় ফেরা।

মাতৃভাষা রাতের ঘুমেও মায়ের ছোঁয়ার মত,
আঁচল দিয়ে আগলে রাখে শুধু,
সাথে তাঁর উজাড় করা বুক ভরা মধু
রাতেই আমাদের এলোমেলো গল্প যত।

মাতৃভাষা বাংলাকে করেছ-"সকল দেশের সেরা!"
তোমাকে জানাই শতকোটি প্রণাম,
তুমি ছাড়া আমরা সকলেই মাতৃহারা,বেনাম;
মাতৃভাষা,তোমাকে নিয়ে আবার আলোয় ফেরা।

====================

সৌমেন সরকার,
C/O-গৌরাঙ্গ সরকার,
vill-জয়পুর;
P.S-বনগাঁ,
P.O-ছয়ঘরিয়া,
Dist-উঃ 24 পরগনা,