নির্মল করণের কিশোর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

নির্মল করণের কিশোর কবিতা


প্রাণের ভাষা



বাংলা মানে মধুর ভাষা
প্রথম ভালোবাসা
বাংলা মানে মায়ের কোলে
দুঃখ দরদ আশা।
 
বাংলা মানে মুর্শিদি আর
তর্জা বাউল গান
বাংলা মানে ভাটিয়ালি
বৈঠাতে জোর টান।
বাংলা মানে অ-আ ক-খ
শিশুর বর্ণমালা
বাংলা মানে শিবের গাজন
গাঁয়ের যাত্রাপালা।   
     
বাংলা মানে জীবনানন্দ
সুকান্ত-নজরুল
বাংলা মানে সহজপাঠে
শিশুর দোদুল দুল।
বাংলা মানে রূপকথাতে
মুগ্ধ সবুজ প্রাণ
বাংলা মানে বোশেখ পঁচিশ
রবিঠাকুরের গান।
বাংলা মানে প্রাণের ভাষা
স্বপ্ন অফুরান
বাংলা মানে ভাষার জন্য
জীবন-বলিদান।
         —

    
 নির্মল করণ
 এন 20- শ্রীনগর      
 পোঃ  পঞ্চসায়র
 কোলকাতা-700094.