রমেশ দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

রমেশ দাসের কবিতা




  বাঙালি মোরা বাঙালি

                              
                                      
 বাংলাকে ভালবাসি বাংলায় কথা বলি
বাংলা কবিতা মোদের জীবন।
বাংলার নদী নালা বাংলার গাছ পালা
বাংলার মাটিতে মোদের মরণ।।
বাংলার ঘর মাঠ বাংলার খেত ঘাট
বাংলা বাতাস আর সুস্থ জীবন।
বাংলার নেওয়া শিক্ষা বাংলার দেওয়া দীক্ষা
বাংলাকে ভালোবেসে মোদের রচন।।

ভালো লাগে বাংলার পাঠ্য বই পড়তে।
ভালো লাগে বাংলার সুরে গান গাইতে।।
বাংলা ছাড়া মোরা যে পারিনা কিছু বুঝতে।
বাংলার ঋণ এখনও পারিনি শেষ করতে।।
মাতা তবুও সম্মতি দেন বিদেশের জ্ঞান নিতে।
না মা যাবো মোরা তোমার বাণী দিয়ে ।।
বাংলাদেশে জন্ম মোদের বাংলা নিয়ে পড়বো।
বাংলার শিক্ষায় মোরা বাংলা পথ চলবো।।
বাংলার মধুরতা আদৌ পারিনি শেষ করতে।
বাংলার মিলনমেলায় ভালো লাগে লিখতে।।
=========================


( রমেশ দাস, কান্দি,মুর্শিদাবাদ )