পঞ্চমী গোলের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

পঞ্চমী গোলের ছড়া


যে ভাষাতে মা কে ডাকি


হোক সে সকাল তবু যখন ঘুমেই আমি থাকি
ঘুমের ঘোরে মা কে আমার ডাকি কি না ডাকি
স্বপ্নে দেখি ছোট্ট আমি টানছি কেবল হামা
হঠাৎ করে ঘুম ভেঙে যায় ডাকি জোরে মা-মা।

বাবার হাতটি ধরে রথের মেলায় ঘুরতে এসে
চোখ ফেরে না দেখছি কাঠের খেলনা কাছে ঘেঁষে
পেছন ফিরে ডাকি বাবায় দাও না কিনে বাবা
হারানো শিশুর কন্ঠ কাঁপে সুর ওঠে বা-বা।

পড়ার সময় যখন বসি বইগুলো সব খুলে
বাংলা বইটি বেছে সবার আগেই নিই যে তুলে
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার মা যে
বাংলা আমার বুকের কথা বাংলা সকল কাজে।
===============================


Panchami Gole
115/F, Balia Park, East Balia
Garia, Kolkata-84
9433945540