বনশ্রী রায় দাসের ভাবনা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

বনশ্রী রায় দাসের ভাবনা




               "আ মরি বাংলা ভাষা"


"আমরি বাংলা ভাষা " মুখে ভাবলে এবং বললে ও কতটুকু হৃদয়ের অন্তস্তলে ধারণ করতে পেরেছি আমরা । বাঙালি ভাবার কতদূর সম্ভাবনা রয়েছে ভাবি কালের কন্ঠে ? এ বড়ো কঠিন কথা।আন্তর্জাতিক বাজারে ফুরফুরে মেজাজ মাখতে মাখতে ক্রমশ কোন সুদুরে ভেসে যাচ্ছে ভাষা স্রোতের ঢেউ?বাঙালীর রক্তে রাঙানো  ইতিহাসের পাতা জমাট বেঁধে কালো হচ্ছে   মেঘ  ক্রমশ ।

ধূসর মানচিত্র  : বাংলা বিভাজনের ফলে পূর্ব বাংলা 
সরে গেল পূর্ব পাকিস্তানের দিকে ফলত তাদের ওপর চাপানো হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু ।এই বলপুর্বক স্বৈরাচারের বিরুদ্ধে  প্রতিবাদী আন্দোলন 
সংগঠিত করলেন ঢাকার ছাত্র যুব সমাজ 1952  সাল 
শুরু হলো মিটিং মিছিল  ধর্মঘট  বাংলা ভাষাকেই 
রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য গর্জে উঠলো যুবছাত্র সমাজ । অবশেষে উপস্থিত সেই দিন একুশে 
ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলনে উত্তাল ,থামাতে পারেনি সরকারের রক্ত চক্ষু ।পুলিশের
অত্যাচার, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের দাপটে অসুস্থ 
হয়ে পড়লেন বহু মানুষ ।ডানা ছাটা সবুজ যৌবন 
মুখ থুবড়ে পড়লো মাটিতে ।রক্তে লাল হলো ঘাসের 
গালিচা ।হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 
চত্বরে ।আপনজনের খোঁজে হাহাকার করে চলেছেন 
বুক চাপড়ে মা ,বাবা, ভাই,বোন ।লাল হলো সূর্যের
ছায়া । দেওয়ালে দেওয়ালে রক্তের ছিটে দিয়ে লেখা 
হলো একুশের শপথ।ভাষা- শহীদ হলেন আব্দুল জব্বার, রফিক উদ্দীন আহমেদ, আব্দুল বরকত।
সেদিনের আত্মবলিদানের ফসল এই আমাদের 
বাংলা ভাষা, ভাষা জননী ।রক্ত ঢেলে নবজীবন দান করলেন  ভাষা-শহীদ যাঁরা । অনেক বাধা বিপত্তি উচ্চ পদস্থের রক্ত চক্ষু কেউ থামাতে পারেনি সেই বাংলা মায়ের একরোখা জেদি সন্তানদের।ভাষা জননীর প্রাপ্য সম্মান ছিনিয়ে নিয়েছে সেদিন অবলিলায়।ভাষা জননী এখন অধিষ্ঠিত তাঁর স্বর্ণ সিংহাসনে।

                       আমাদের ভায়ের রক্তের বিনিময়ে অর্জিত যে মাতৃভাষা সেই সিংহাসন সুরক্ষিত রাখার 
দায়িত্ব বর্তায় বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের ওপর।
' মা 'যেমন  জন্মের পর স্তন্য দানের মাধ্যমে সন্তানের 
জীবন রক্ষা ও সুরক্ষিত করেন ঠিক তেমনি মাতৃভাষার হাত ধরে আমরা অন্য ভাষা ও দেশ বিদেশের রীতিনীতি জানতে পারি বুঝতে পারি। ভাষাই আমাদের চোখের অন্ধকারে আলো জ্বালিয়ে পথ 
চলতে শেখায় ।মাতৃভাষার মাধ্যমে আমরা পরিচিত হই সারা পৃথিবীতে । তাই সর্ব প্রথম আমাদের মাতৃভাষা যে ভাষায় আমরা ' মা ' বলে ডাকি ।আসুন আমরা 
পূর্ণ মর্যাদায় রক্ষা করি মাতৃভাষা সযত্নলালিতকরি আগলে রাখি প্রতিটি দিন ,মাস ,বছর,অনন্তকাল  মায়ের স্বর্ণ সিংহাসন ।।
============================================

বনশ্রী রায় দাস মেচেদা মেদিনীপুর পশ্চিমবঙ্গে । ফোন-8537006832।