অজিত কুমার করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

অজিত কুমার করের কবিতা



রক্তক্ষয়ী উনিশে মে


উনিশ আসে উনিশ যায়         বরাক দিয়ে জল গড়ায়
      বাংলাভাষা আন্দোলনে এগারো জন প্রাণ হারায়।
ঘরে কি আর রয় কমলা         সেদিন ছিল খুব উতলা
      স্বীকৃতি চাই বাংলাভাষার বলেছিল উঁচিয়ে গলা।

সত্যাগ্রহ আন্দোলন             বাংলাভাষী মানুষজন
    মুখের ভাষার মর্যাদা চাই টগবগিয়ে উঠল মন।
চন্ডীচরণ সূত্রধর                  বীরেন্দ্রও ছাড়ল ঘর
  সামিল হ'ল সবার সাথে শহিদ হ'য়ে আজ অমর।

হিতেশ বিশ্বাস টানল রাশ       ফেলছে তখন দীর্ঘশ্বাস
কেন এমন একগুঁয়ে ভাব কোথাও কোনও নেই আশ্বাস।
শচীন্দ্র পাল দেয় সামাল       হাওয়া লেগে ফুলছে পাল
  'হটবো নাকো আমরা পিছু হোকনা মাটি রক্তে লাল।'

সত্যেন্দ্র পাল সুশীল আর       কানাইলাল আজ দুর্নিবার
    বুক চিতিয়ে এগোয় তারা জানে না যে মানতে হার।
মিষ্টি মধুর মাতৃভাষা              হৃদয় জুড়ায় বাংলাভাষা
    ওই ভাষাতেই পড়ি লিখি সারাজীবন জোগায় আশা।

কুমুদ কানাই ও তরণি         বড়ই ব্যাকুল স্থির ধরণি
   ওদের কথা ভুলেই গেছে হ'ল না কোনও সরণি।
আন্দোলনের অগ্নিশিখা     আঁকল ভালে বিজয়টিকা
    মানতে হ'ল ওদের দাবি চূর্ণ হ'ল অহমিকা।

মঙ্গলাও এক শহিদ        অদম্য তার ত্যাগের  জিদ
এগিয়ে গেছে দিদির সাথে ছিল না তার চক্ষে নিদ।
সারাজীবন পঙ্গু হ'য়ে             কী যন্ত্রণা গেছে সয়ে
  তারেও আজি স্মরণ করি প্রভাতবেলা সূর্যোদয়ে।

কৃষ্ণকান্ত আর বিজন        ভাষার জন্য ব্যাকুল মন
  অত্যাচারের শিকার ওরা ওদের করি আজ স্মরণ।
ভুগল দুজন একুশ বছর     অসম রাইফেলস এত বর্বর
      কাঁপল না হাত ছুঁড়ল গুলি আজ্ঞাবহ চর অনুচর।
*************************************