দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

দুলাল সুরের কবিতা





   বিজয়ের গৌরব

     
আমার মায়ের জীবনগাঁথা
ভাবপ্রকাশের স্বাধীনতা
জন্মেছি এই বঙ্গদেশে
কেটেছে শৈশব পিতার অপত্য স্নেহে,
মায়ের আঁচলের নির্ভরতা মমতাভরা ভালবাসা।
তরুলতার নিবিড় শীতল আচ্ছাদন
আম কাঁঠালের মিষ্ট সুবাস
বসন্তবউরি কোকিলের কুহুতান
প্রকৃতিমাঝে গাছ গাছালির পাতা ঝরানোর
আবাহনে চির সবুজের আমন্ত্রণ
শিমুল পলাশের রক্তিম আভা দিগদিগন্তে
চিরবসন্ত ফাগুনের আগমন।
ধ্বনিত হোক বিশ্বমাঝারে
মহান একুশ আমার আত্মসম্মান
বিনাস হোক সাম্প্রদায়িক্তার বিষাক্ত ছোবল
একুশের আদর্শ হোক চিরমাঙ্গলিক
শত শহীদের আত্মবলিদানের বিনিময়ে
প্রাপ্ত মহান বিজয়ের গৌরবে হোক উদ্দীপ্ত। 
*************************

 দুলাল সুর 
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                    
কোলকাতা – ৭০০১২৯,