Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবি আর্যতীর্থর কবিতাগুচ্ছ

।  একুশে।


আমার ভাষাতে শহুরে পালিশ, তোমার ভাষায় ঘাসের গন্ধ
তোমার মননে লালন ফকির, আমার পঠনে জীবনানন্দ, 
আসলে আমরা দুই সৈনিক, পরণে বাংলা ভাষার উর্দি,
গান লিখে যাই মায়ের ভাষাতে, যতই ভিন্ন ভিন্ন সুর দি।

আজন্মকাল বিদেশে থেকেও, কারোর বাংলা এখনও শুদ্ধ,
কারোর বাংলা কথাদের মাঝে ভিনভাষাদের প্রবল যুদ্ধ,
গ্রাম থেকে আসা উড়োখই লোক, মুখে অন্ত্যজ শব্দ অচেনা 
বইছে সবাই একটা পতাকা, সক্কলে এরা বাংলার সেনা।

শেকড় গেড়েছে বুকের ভেতর, ভাষার হয়না জাত বা ধর্ম,
ভাষার সেনারা ঘরে ঘরে আছে, বাংলার নামে পরেছে বর্ম,
অতীতে ছিলাম, এখনো রয়েছি, আমরা থাকবো  ভবিষ্যতে
প্রয়োজন হলে কোটি কোটি হাতে মশাল জ্বলবে একুশের পথে।




 । শাক মাছ।


(শুনলাম কিছু লোকে ধর্মের বেড়া টানে রবি নজরুলে....)

কাঠকুটো দাও, জ্বালবো আগুন, পুড়বো ধিকি ধিকি,
জ্বলুক কলম, আগুন দিয়ে ভাষার  দলিল লিখি।

ভেজা মনের গা শুকাবো, গনগনে আঁচ চাই,
শাক লিখেছে অনেক কলম, এইবারে মাছ চাই।
মাছ খুঁজতে বাজার গেলাম, ভরা কবির হাট,
আগুন দেখেই হুট করে সব বন্ধ দোকানপাট।

এক হাটুরে ফিসফিসিয়ে বললো আমায় ডেকে,
পঙ্গপালে আসবে ছুটে অমন আগুন দেখে।
আগুন নেভাও,  বাড়ি গিয়ে হিসেবী চুল বাঁধো,
মাছ বাদ দাও, পদ্যে তোমার শাকের ঘন্ট রাঁধো।

আমি বলি, ও হাটুরে, আগুন সবাই নিভিয়ে দিলে,
ভাষার ডাকে মশাল জ্বেলে কেমন করে যাই মিছিলে?
সাহিত্যকে  ধর্ম এখন মারছে ধরছে যেমনভাবে,
যে কোনোদিন ভাষা আবার শহীদ হতে ডাক পাঠাবে।

শাকের ক্ষেতে আগুন দিয়ে মাছ রেখেছি ঘরে পুষে,
রান্নাবাড়া ঝালিয়ে নেবো নতুন করে ফেব একুশে।



। মায়ের ভাষা।


তল্পিতল্পা গুটিয়ে ফেলেছো, দেশে  থাকা বড় দায়
কপালফেরে অবশেষে পেলে ছেড়ে যাবার উপায়
যেখানেই যাও খুব ভালো থেকো, মাথা করে থেকো উঁচু
মায়ের ভাষাটি সঙ্গী হয়েছে, দেশ থেকে নেয়  পিছু।

অথবা বেঁধেছো বোঁচকাবুচকি, এবারে পালাতে হবে
ভাগ্য তোমায় চাবুক মেরেছে, দেশ ছেড়ে চলে যাবে।
অন্যের দেশে শরণ নিয়েছো, ত্রানের দয়াতে বাঁচো
মায়ের ভাষাটি লেপ্টেছো বুকে, ঠিক তাকে ধরে আছো।

সন্তান পড়ে  অন্য ভাষাতে, সেখানে সুযোগ বেশী
সে ভাষার সাথে মায়ের ভাষার ঠিক নেই মেশামেশি
রাতে বাড়ি ফিরে খাবার টেবিলে কিছুটা সময় খরচা
শিশুমনে বীজ, বেঁচে যাবে ঠিক  মায়ের ভাষার চর্চা।

বাড়ি ছেড়ে একা রয়েছো বিভুঁইয়ে পেটের ভাতের স্বার্থে
দেশে পরিবার আছে বড় সুখে তোমার পাঠানো অর্থে
দুধের অভাব মিটবে কি ঘোলে সুযোগ সেখানে কই
রাতে বাড়ি ফিরে ঘুমানোর আগে মায়ের ভাষার বই।

অথবা এসব কিছু নও তুমি, কাজ নিয়ে রোজ ব্যস্ত
ভাষা নিয়ে নেই চিন্তা বিশেষ, লেখাটেখা দূর অস্ত।
তবু মুঠোফোনে মায়ের ভাষাতে লেখার উপায় খোঁজো
এভাষার বাসা বুকের ভেতরে, রোজ লিখে সেটা বোঝো।

তোমরা সকলে জেনে বা না জেনে মায়ের ভাষার সৈনিক
মায়ের ভাষার টিমটিমে দীপে সলতে ধরাও দৈনিক।
শিকড় তোমার এ ভাষায় গাঁথা,যেখানে বাঁধো না বাড়ি
মায়ের ভাষাকে প্রণাম জানায় একুশে ফেব্রুয়ারি।

=================================


কবি আর্যতীর্থ, কলকাতা 

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩