অনুরূপা পালচৌধুরীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

অনুরূপা পালচৌধুরীর কবিতা




ভাষাতীত শহীদ আকাশপৃষ্ঠ

--------------------------------------

স্বাধীন অথচ পরাধীন ঘুমবেগ
চাইলেই উল্লাস ফাটা মিছিলকারী মেঘ
ছিঁড়ে যাচ্ছে রক্তের ফাঁসি 
তবু মা, তোমার গোপন আলোয় বাতিল তরল কাগজ
খুঁজে যাই চশমাভর্তি আড়াল 
এখন জলসঞ্চয়। বিপদগামী বৈঠার বুক।  
হয়তো : জখম মাটির আবেদনে শিকড়ের চিৎকার
১ম বিচ্ছেদের ভোর। ২য় মেরুদেশে আর্তনাদ
সাময়িক শব্দভেদ : কয়েকশো সভ্যআলোয় চারুলতা
শেষতম শিকারি হত্যা বন্দিত্বের খুন করে  
আদিমতম যোনিপথে সারিবদ্ধ দিবসের দরজা
ভেদ করি 'ব' ফলার মাতৃঋণ। তুলে রাখি শব্দময় লাশঘর

=====================
অনুরূপা পালচৌধুরী।