দুর্গা চরণ ঘোষের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

দুর্গা চরণ ঘোষের ছড়া




   'বঙ্গ রতন'


ইংরেজিতে সব আছে কি
     বাংলা ভাষায় নাই!
অমূল্য সব রত্ন হীরে
       এই খনিতেই পাই।
রূপকথাদের গল্প গাথা
        ঘুম পাড়ানি গান
দুর্গা অপুর ভেঁপুর সুরে
      জুড়িয়ে যায় প্রাণ।
সুকান্ত আর সুখলতা
      শরৎ সুকুমার
উপেন যোগীন যতীন্দ্রনাথ
     সবার অহংকার।
জ্যোতিরিন্দ্র মনোমোহন
    মদন সুনির্মল
কবি নজরুল রবীন্দ্রনাথ
     তারকা ঊজ্জ্বল।
বন্দে আলি অবন ঠাকুর
     অন্নদাশংকর
সবার লেখায় ধরা আছে
      বিশ্বচরাচর।
এদের ছোঁয়ায় শক্ত হবে
     শিশু মনের ভিত
তারি সাথে থাকেন যদি
    লীলা সত্যজিত।
++++++++++++ ০০ ++++++++++

দুর্গা চরণ ঘোষ
খোশনগর
যাত্রা
বীরভূম