সম্পাদকীয় ও সূচিপত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সম্পাদকীয় ও সূচিপত্র



সম্পাদকীয় 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্লগ-নবপ্রভাতের এই সংখ্যাটি প্রকাশিত হল। বাংলার সন্তান হিসাবে গর্বিত ঐতিহ্যের উত্তরাধিকারী আমরা । সেই গর্ব থেকেই এই সংখ্যা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।



 সূচিপত্র 


গদ্যঃ


অরুণ চট্টোপাধ্যায়  আশিস চৌধুরী  মনীষা কর বাগচী  বনশ্রী রায় দাস  মানসী বিশ্বাস  শেফালি সর  অমৃতা বিশ্বাস সরকার  রণেশ রায়  রাণা চ্যাটার্জী   স্বরূপা রায়।


কবিতা/ছড়াঃ


জয়ীতা চ্যাটার্জী  কবি আর্যতীর্থ  সোমের কৌমুদী  হীরক বন্দ্যোপাধ্যায়  অর্ণিশা সেন  অবশেষ দাস  সুমন কুমার সাহু  অনুরূপা পালচৌধুরী  আবদুস সালাম  সোমনাথ বেনিয়া  শুভাশিস দাস  নৃপেন্দ্রনাথ মহন্ত  সুমন নস্কর   স্বপনকুমার বিজলী  অমিত পাটোয়ারী  নির্মল করণ  পবিত্র রায়চৌধুরী  জয়শ্রী কর  রবীন বসু   নিসর্গ নির্যাস মাহাতো  খগপতি বন্দ্যোপাধ্যায়  রাজু কর্মকার  ফিরোজ আখতার  তুষার আচার্য্য  অজিত কুমার কর  জয়শ্রী রায় মৈত্র  স্মৃতি দাস  শক্তিপদ পণ্ডিত  রমলা মুখার্জী  সবিতা বিশ্বাস  তপন কুমার মাজি  দীনমহাম্মদ সেখ  -নিরুদ্ধ সুব্রত  দালান জাহান  আরিয়ান প্রিয়স(পাল)  টুম্পা মিত্র সরকার  প্রণব কুমার চক্রবর্তী  চন্দন সেনগুপ্ত  বিশ্বনাথ প্রামানিক  চন্দন মিত্র  রণবীর বন্দ্যোপাধ্যায়  অমরেশ বিশ্বাস  সুমিত দেবনাথ  সৌরভ ঘোষ  সম্পা পাল  রাখী সরদার  ববিতা পাল  মিনতি গোস্বামী  দুর্গা চরণ ঘোষ  তাপসী লাহা  সমিত বিশ্বাস  মোহাম্মদ ইমাদ উদ্দীন  সৌমেন সরকার  চিন্ময়ানন্দ ভারতী  কবিতা ভট্টাচার্য  পঞ্চমী গোল  চিরকুট  মীরা চক্রবর্তী  অমৃতা  বনানী চক্রবর্ত্তী  তাপসকিরণ রায়  অনন্ত গোস্বামী  মোনালিসা পাহাড়ী  রমেশ দাস  সুরঞ্জীত্ গাইন  গৌর গোপাল সরকার  বটু কৃষ্ণ হালদার  দুলাল সুর  কৃষ্ণ চন্দ্র সরদার  গোপীনাথ বন্দ্যোপাধ্যায়  তরুণ কুমার মাঝি ।