গৌর গোপাল সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

গৌর গোপাল সরকারের কবিতা






 মায়ের স্মৃতি


সাদা পাতায় কলমে  আঙুল ছোঁয়ালেই
আমার এক বাউল ভাষায় কথা ভীষণ মনে পড়ে
পরশপাথর কোনো এক ঝিনুকের সন্ধানে
কলম খুঁজছে  অভ্যুথথানের  চোখ।

শূন্যে  হাতে দিশাহীন বোধ  নিয়ে
চুম্বন  ঘ্রানে হারিয়েছি কয়েক টি তরতাজা  হৃদয়
ভেজা বুক, ঢাকার পথে দানবের  বন্ধুকের  সাঁজোয়া শব্দের রথে,
অ "থেকে ঁ ধ্বনি  থেকে  শব্দ
ভাষা এক অদ্ভুত  যানজটে  ঘুরপাক খাচ্ছে
মধুর  বাংলা ভাষায়  জীবনে।

রক্তে কামড় দিয়ে ছোটো ছোটো আঙুলেব্যথা
দিয়ে  একটা গান লেখার কথা ছিল ভোরবেলায়
বরকত  সহ হাজার  বাংলা ভাষী  পাক বুলেটে
সালাম করে  বুলেটিন প্রকাশ করে দিল।

উর্দু  দরজা বন্ধ করে দিল মুখের ওপর...., সশব্দে,
এখন শুধু গা খসখস করি
আর আদিখ্যেতায় বিড়বিড় করি,
২১শে ফেব্রুয়ারি  জন্ম নিয়েছি
নতুন করে,
প্রায় ৫০ বছর ধরে ।

প্রতি বছর জন্মদিন এলে
যেন পায়ে পায়ে হেঁটে যাই
একটি  শহীদ বেদীর দিকে,
দেখি,নিয়তির  ঘাড়ে মাথারেখে
ঘুমিয়ে পড়েছি আমি,।
ঠিক তখনই সূর্যাসতের অনন্ত  গোধূলি থেকে
উঠে আসে  আমার বাংলা মা,
তার এক হাতে বাংলা ভাষা,
অন্য হাতে বিশ্ব মাতৃভাষা দিবসের
পায়েসের বাটি
আসামে আসামি করে দিল মুখের ওপর
এইভাবে প্রতি বছর  জন্মদিন এলে
ঘরোয়া  অভ্যাসে আমি
শরণার্থী হয়ে  উঠি।

ঢাকার নবাব লেনে
এই বছর   স্টেজে  উঠে
মোদের গোরব আলি
বলে উঠলেন,  মনে রাখবেন
আমায় একটু মনে রাখবেন।