রবীন বসুর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

রবীন বসুর কবিতা




আ মরি বাংলা ভাষা

————————————



সে আমার মুখের ভাষা
সে আমার মায়ের ভাষা
সে আমার জীবন দেয়া
ভাইয়ের ভাষা, আ মরি বাংলা ভাষা l

সে আমার গাঁয়ের ভাষা
সে আমার খুনের ভাষা
সে আমার লজ্জা দেয়া
মাতৃভাষা, আ মরি বাংলা ভাষা l

সে আমার বইয়ের ভাষা
সে আমার গরবের ভাষা
সে আমায় বর্ণ চেনাবার
আকর ভাষা, আ মরি বাংলা ভাষা l

সে তো আজ বিশ্বজনীন
সে তো আজ দিবস মুখীন
সে তো আজ সত্যজিতের
চিরকালীন, আ মরি বাংলা ভাষা l
=============================


রবীন বসু
১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০ ০৪২
ফোন : ৯৪৩৩৫৫২৪২১