অর্ণিশা সেনের পদ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

অর্ণিশা সেনের পদ্য

।।ককটেল।।




হিন্দি এল, উর্দু এল, ফারসি আংরেজি
বাংলা এখন বাংলা তো নেই,  হচ্ছে 'বাংরেজি'।
মূল ভাষাটি ত্যগিয়ে আজি, ভুল ভাষাটি ট্যাগিয়েছি---
নানান দেশের নানান ভাষা আপন করে ব্যাগিয়েছি।
#
একছত্র বাক্যবন্ধে চারছত্র ভিনদেশি
বেঁচেবর্তে থাকবে বাংলা এই ভাবে ভাই দিন বেশি।
বাংলা নাকি ক্যালাস ক্যালাস, গ্যালাস ঠুকি ইংলিশে, 
বাংলা ভাষার ককটেল আজ বঙ্গদেশে থাক মিশে।।
#
মিক্সচারে তাই থাকুক হিন্দি ইংরেজি রূপ বঙ্গীয়
নয়তো ভ্যাবলা ক্যাবলা হবে ঢং দেখাবে ঢঙিও।
উচ্চারণেও কায়দা যে চাই কাঁপিয়ে তোমার ভোকাল কর্ড
দু-চার ফোড়ন বিলিতি মিক্স, তবেই আমরা আল্ট্রামর্ড।।
#
আগেই তো 'মা' হয়েছে 'মাম্মি' 'বাবা'-ও বদলে হয়েছে 'ড্যাড'
'স্বামী-স্ত্রী' আজ 'হাবি-ওয়াইফি', বলতে সঠিক খাচ্ছি 'ল্যাদ'।
'বাছা' যে আজ হয়েছে 'বেটা' 'প্রিয় বন্ধু' 'বেস্টি' গো
বাংলা খাদ্যে বিলিতি টপিংস আহা কী দারুণ টেস্টি গো!

========================



অর্ণিশা সেন
ঝিলিক এপার্টমেন্ট 
সি. সি. ৫৭/৪, নজরুল পার্ক,
পূর্ব নারায়ণতলা, ফ্ল্যাট - ই/৩,
ফোর্থ ফ্লোর,  থানা - বাগুইআটি, পোষ্ট - অশ্বিনীনগর, কলকাতা - ৭০০১৫৯,