নৃপেন্দ্রনাথ মহন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

নৃপেন্দ্রনাথ মহন্তর কবিতা




      ভাষা আমার, জননী আমার

        
                   ****************


গর্ভের অন্ধকারে পৌনে তিনশো দিন লুকিয়ে রেখে
অবশেষে দিনমণি সূর্যের আশ্বাসে
তুমি যাকে ভূমিষ্ঠ করেছো মাগো,আলোর জগতে
সে আর ফিরে যাবে না অন্ধকারে কোনোদিন।

জন্মমাত্র বক্ষসুধায় পুষ্ট করেছো এই দেহ
ক্রমে মুখে দিয়েছো মাতৃদুগ্ধে স্নিগ্ধ এক ভাষা
মুখের ভেতর দিয়ে বুকের গভীরে সেই ভাষা
হৃদয়ের উত্তাপে কেলাসিত হয়ে
বহুমূল্য রত্ন হয়ে আছে।
জীবনের চলার পথে এই রত্ন ছাড়া
আমার আর অন্য পাথেয় নেই।

আমার ভাই,বোন, বন্ধু আছে যত
সকলেই বাংলার,বাংলাভাষার সন্তান
আমার সন্তান-সন্ততির মুখের ভাষাও বাংলা
ভিন্নভাষীরাও আমার তুতো ভাইবোন
তাদের ভাষা মনে মনে বাংলায় অনুবাদ করে
বঙ্গবাসী আমি ভারতবাসী,বিশ্ববাসী হই।

ভাষা আমার, জননী আমার,আমি অকৃতজ্ঞ নই।

******************************************

Sender:
Nripendranath Mahanta
Vill.&Post-HEMTABAD
Dist.Uttar Dinajpur PIN-733130
   
-----------------------------------------------------