সৌরভ ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সৌরভ ঘোষের কবিতা



বাংলা আমার শহর আমার মা


বাংলা আমার প্রিয় শহর, আমার মা।
মায়ের পাঁজরের মাঝামাঝি কাঁটাতার,
কালো বেড়ি,
একটা পোড়োবাড়ি-
যার গেট নেই,
ভাঙা পাথরের প্লেটে
শুধু এটুকুই বোঝা যায়, "একুশে ফেব্রুয়ারি"।
বাড়িটার নাম, "বাংলা ভাষা"
দেওয়াল চাঙর খসা, তাবুও ধারালো।
মরচে ধরা পেরেকগুলোর আপ্রাণ প্রচেষ্টা 
রফিক-সালাম-জব্বার-বরকতের 
ক্ষত ছবি যতক্ষণ ধরে রাখা যায় ।
(বীরদের মৃত্যু হয় না)
ইউনেস্কোর বাঁধানো সার্টিফিকেট ধুলো রঙা
এখনও উই ধরেনি,
ওতেই যে মায়ের বুলির মূল্য,মাতৃভাষার স্বিকৃতী।  

আমার আত্মার শহরের নাম," মা"।
বঙ্গোপসাগর থেকে হিমালয় ভায়া শিলচর,
মায়ানমারের রাখাইন থেকে ঝাড়খন্ড-ছত্রিশগড়;
জীর্ণ আঁচল পেতে শুয়ে আমার শীর্ণকায় 'মা'...
মা'এর সুস্মিতা চিবুকে দগদগে ঘা
কোঁচকানো চামড়া, ফাটা পা।
আমি প্রবাসে মেতেছি;
তাই, মা'এর আয়ু অস্তগামী সূর্যের হাত ধরে 
অনন্ত অকাশরেখা গামী...

হয়ত, একদিন পাঁজরের ওপর হুরমুড় করে
ভেঙে পড়বে পোড়োবাড়ি,
নেমপ্লেট চুরি হবে 
হয়ত বা উড়ে যাবে মৌসুমী মন্থর ঝড়ে।
তখন, 'ভাষাবাড়ি' 
বেলা নদে বয়ে যাওয়ার অপেক্ষায় অস্থির হবে...  

তাহলে আমার শহর!আমার মা!
ফিরতেই হবে...
====================

Sourav Ghosh 
Vill.- Bhursuit Brahminpara 
P.O.- Munshirhat 
Dist.- Howrah
West Bengal- 711410