সবিতা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সবিতা বিশ্বাসের কবিতা


বাংলা মায়ের চিঠি

-------------------------

খোকা কবে আসবি তুই?
তোর আসার অপেক্ষায় কুমড়ো গাছটা
ফুল ফুটিয়েই চলেছে, সজনে গাছটা ডাঁটা
ডালের বড়ি শুকিয়ে তুলেছি ঘরে
উড়কি ধানের মুড়কি, শালি ধানের চিঁড়া
শ্যামলী গাইয়ের বাছুর হয়েছে বকনা
খোকা কবে আসবি তুই ফিরে?

মাগো চিন্তা কোরোনা, ফিরবো--
ক'দিন বাদে। তার আগে মারবো তাদের
যারা কেড়ে নিতে চায় তোমার গল্পের ঝুলি
কেড়ে নিতে চায় তোমার মুখের হাসি
তাদের শেষ করে ফিরবো ঘরে।

উঠোন জুড়ে আল্পনা, নাড়ু মোয়া
মায়ের হাতের সরুচাকুলি- পুলি
নলেন গুড়ের পায়েস পিঠা

চিঠিটা পকেটেই আছে
রোজ একবার পড়ি, সাহস আনি বুকে

আট-ই ফাগুন ভোরে বাংলার অশ্রু ঝরে
রমনার ঘাসে একুশের পতাকা গায়ে
ঘুমিয়ে আছে রফিক বরকত সালাম
ওদের পকেটে রক্তে ভেজা বাংলা মায়ের চিঠি

খোকা কবে আসবি তুই ঘরে?
                   ------------

সবিতা বিশ্বাস
প্রযত্নে- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম + পোস্ট -- মাজদিয়া
জেলা-- নদীয়া পিন- 741507