রাখী সরদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

রাখী সরদারের কবিতা




কষ্ট হয়


     

ওভাবে চেয়ে থেকোনা
কষ্ট হয়...
আমার ও কষ্ট হয়

একুশের কবিতায় নতুন ভাবে
বেঁচে উঠি
অনুভব করি ছেলেগুলোর কষ্ট্...

দানব ছিঁড়ে নিচ্ছে কলিজা
তাও বুকের লাল রক্ত দিয়ে লিখে চলেছে
"অ "এ অজগর আসছে তেড়ে...

ওভাবে চেয়ে থেকোনা
কষ্ট হয়...

কথা দিলাম--
অশ্বত্থের শিকড়ের মতো
তোমাকে চারিয়ে দেব পৃথিবীর মাটিতে
কোটি কোটি অশ্বত্থের পাতা জুড়ে
তোমার বর্ণময়ী বর্ণমালা খেলা করবে ।

দুঃখিনী মায়ের স্নেহকাতরতায়
ঋণী হয়ে এগিয়ে যাই,
কপালে অক্ষর তিলক কেটে ক্ষত
ভুলি রোজ ।

ওভাবে চেয়ে থেকোনা
কষ্ট হয়...আমার ও কষ্ট হয়
মা...

 -------*-----


রাখী সরদার