ববিতা পালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

ববিতা পালের কবিতা



রক্তে_রাঙা_২১_তারিখ



রক্তে রাঙা ২১ তারিখ....
শহীদ ভাইয়ের রক্তে দামী...
বাংলা ভাষার কদর খানি
আমরা কত টুকুই বা জানি...??

সারা বছর সাহেব বিবি...
২১ তারিখের বাঙ্গালী...
বাংলা বলতে লজ্জা করি...
তবু আমরাই গর্বিত বাঙ্গালী...!

"হাই";"হ্যালো";"গুড মরনিং"...
প্রানের ভাষা ভুলেই গেছি ..
রক্তে রাঙা ২১ তারিখ...
তার কি আমারা কদর জানি.???

"মোদের গর্ব মোদের আসা আ'মরি বাংলা ভাষা"
কোটেশানেই বন্দি থাকে উপরক্তি কথা খানি...


স্মার্টনেসের তরফদারী...
বাংলা-কে  তাই সরিয়ে রাখি...
বিদেশী ভাষা অনেক দামী..
বাংলা কে হায় তুচ্ছ করি...

রক্তে রাঙা ২১ তারিখ....
তার কি আমারা কদর করি.???