খগপতি বন্দ্যোপাধ্যায়ের ছড়াক্কা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

খগপতি বন্দ্যোপাধ্যায়ের ছড়াক্কা





একুশ 


একুশ মানে ফেব্রুয়ারি শীতের শেষে বসন্ত
একুশ মানে মায়ের হাসি
দুঃখে ও সুখে বাংলাভাষী
একুশ মানে শিমূল পলাশ
গুলিবিদ্ধ ভায়েদের লাশ
একুশ মানে নতুন সূর্য আলোয় রাঙা দিগন্ত।