হীরক বন্দ‍্যোপাধ‍্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

হীরক বন্দ‍্যোপাধ‍্যায়ের কবিতা




মাতৃভাষা



কত কত লেখা, কত কত অক্ষর
কিন্তু তোমার কথা কোথাও নেই, মাতৃভাষা
আমি খুজি শব্দে ছন্দে লেখনক্রিয়ায়
শ্রম রক্ত ব‍্যয় করে পড়ি 
চশমার পাওয়ার বাড়ে 
ঢুকে পড়ি ঘোরতর জঙ্গলে যেখানে
কামিনী কাঞ্চন থাকে 
ছাপ ,চিহ্ণ ভবিতব্য নিয়ে, সুদূর আত্মীয় স্বজন অপেক্ষা ক‍রে
অথচ একদিন বরকত আব্দুস সালাম শুধু ভাষার জন্যে...
আর মাটি হয়ে যাওয়া সেই কবরস্থানে
মেঘ বৃষ্টি নিয়ে নেপথ্যে বাজনা বেজেছিল 
আমি মনে করতে পারছি না
কেউ কি ধুয়ে দিয়েছিল তাদের গায়ের ঘাম রক্ত
ফের আমি ঢুকে পড়ি গূহায়
শব্দে ছন্দে লেখনক্রিয়ায়...
==============================

হীরক বন্দ‍্যোপাধ‍্যায় # 10,DPL officer s cooperative
malancho, Durgapur 713214
Burdwan