কবিতা । মীরা চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

কবিতা । মীরা চক্রবর্তী



          আমরা বাঙালি          

              _____________________
                                  
 বাংলা আমার বাংলা ওগো
        বাংলা আমার প্রাণ,
এই ভাষাতেই নজরুল রবি
       গেয়েছিল কতো গান।
শরতের ওই পল্লীসমাজ
       বাংলা ভাষায় লেখা,
বাংলা ভাষার নবজাগরণে
       রইব না মোরা একা।
মধুর ছন্দে গাব আনন্দে
       বাংলা মায়ের গান,
বাঙালির হিয়া ওঠে চমকিয়া
      শুনে বাংলার গান।
লুপ্ত হয়েছে প্রেমের পত্র
       নাহি তার সমাদর,
বেতার বার্তা করিছে বহন 
       তাহাদের সমাচার।।