আবদুস সালাম এর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

আবদুস সালাম এর কবিতা


মানচিত্র

  অজন্তার গুহায় খুঁজি জীবনের আশ্রয়
 সন্দিপন আলোয় ভেসে ওঠে জীবনের বীজ
 একটা সকাল রঙের মুখ দেখার অনন্ত প্রয়াস


 জীবনের ঘ্রাণ চেটে পুটে নেয় স্বপ্নীল বিশেষণ
 বিষাদ বীণার তারে ঝঙ্কার তোলে নষ্ট দিনের গান 
 সর্বগ্রাসী  অহংকার যেন প্রেমের ফিনিক্স পাখি

দহন জুড়ে খেলা করে আইবুড়ো চৈতন্য
বিবস্ত্র চাঁদ গেয়ে ওঠে পিচ্ছিল ভাটিয়ালী
 পরিবর্তনে পুড়ে মরে কলঙ্কের নৌকা

দুর্ভেদ্য জীবন এঁকে যায় অন্তঃস্বারশূন‍্য ভৌগোলিক মানচিত্র

@@@


আমার ভাষা 

    
 এখনো অতৃপ্ত আত্মারা ঘুরে ঘুরে আসে
রোজ দেখতে পায় দিন বদলের কানামাছি খেলা
 পলাশ বনে উঁকি মারে অসমাপ্ত অভিসার


ভাষার আফিম খেয়ে নাচে কৃষক মজুর
ভাটিয়ালীর সুরে পূজা হয় বাঙলা মায়ের
ভাষার সন্তানেরা  রোদ জলে ভিজে

ভাষালুটেরা গুলি চালায় নির্বিচারে
আবেগের পাখিরা ডানা ঝাপটায়
রোদ জমা হয় আলোর প্রান্তরে

ভাষার নগ্নডানায় জড়ো হয় অমানবিক -ক্ষত
 কুটিল আবর্তে পাক খায় ভ্রষ্ট বিবেক
সারা পৃথিবীর মুখে  চুনকালি মাখায়

নিকানো  উঠোনে পুঁতে দিচ্ছি ভাষার- ফনিমনসা
লালন করছি যতনে
ভাষার কাঁটা গাছে নাকি খাদ্য শষ্য ফলে

@@@


আবদুস সালাম
 প্রয়াস ,শ্রীকান্তবাটি মাদারল‍্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ 742225