Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা || প্রতিবাদ || জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রতিবাদ  ||  জয়ন্ত চট্টোপাধ্যায়


ফুলেরা প্রতিবাদ করে। যদিও নীরব তবু...
আরও কয়েকটা ঘণ্টা ও সময়ের পথ বেয়ে তারা
নিতে চায় আলো হাওয়া জগতের সুখ
নিষ্ঠুর মানুষ স্বার্থপূরণের জন্য তাকে ছিঁড়ে নেয়,
আর কলঙ্কিত করে -- হোক তা পুজোর ডালি,
মালা ও পসরায়,বাহারি চুলে বা কানে ফুল কাঁদে,
কেঁদে যায়...
কেউ শোনে না
পুণ্য,পয়সা,পুলক বা লোভ তাকে অমানবিক করে।

শিশুর শৈশব কেড়ে যারা সুখ পায় -- তারা মানুষ
নামেই পরিচিত,যারা অকারণে আঘাত করে তাদেরও
মানুষই তো বলে,যারা মানুষের রক্ত আর মাংসের গন্ধে পাগল
তাদের মাঝে মাঝে অ- উপসর্গ লাগিয়ে দিলেও
' মানুষ ' শব্দটি ল্যাজের ভূষণ হয়ে ঝুলে আছে দেখি !

হায়নার মতো বা কমোডো ড্রাগনের মতো যারা শুধু
খাদ্য আর প্রজনন ছাড়া কিছুই জানে না -- তোমরা তো
তাদের চেয়ে নীচ, শুধু খাদ্য আর প্রজনন নয়
আত্মরক্ষার যত কূটকৌশল তোমরা দখলে রেখেছো,
যাকে বলে কবচকুণ্ডল, কর্ণের মতো তা সহজাত নয়,
কূটনীতিজাত অজেয় সম্পদ
হে হায়নার দল,হে কমোডো ড্রাগন তোমরা খেয়ে যাচ্ছো
জীবন যৌবন ধন...  সবকিছু আর নিশ্চিন্তে ভাবছো এভাবেই --
এভাবেই তোমাদের দুর্গটি সুরক্ষিত থাকবে,
শত অন্যায়েও তোমাদের কিস্‌সুটি হবে না
ভুলে গ্যাছো মানুষের প্রতিবাদ ভেঙে দিতে পারে
পৃথিবীর সব দুর্গের সুরক্ষা,পলকেই ধ্বংস হয়ে যেতে পারে
অপরাধের সাজানো প্রাচীর
তখন তোমদের দখলের সুরক্ষা তুচ্ছাতিতুচ্ছ হয়ে যাবে।
শুভবুদ্ধি প্রলয় ঘটাতে পারে,জেনে রেখো শুভবুদ্ধি
সংগঠিত হলে প্রলয় ঘটবেই।
মানুষ জেগেছে,হাতে হাত রেখে করেছে দৃঢ় অঙ্গীকার
সমাজের সেইসব ছদ্মবেশী হায়নাদের সমাজবিচ্ছিন্ন
করবেই,তাদের কঠোরতম শাস্তি দেবেই,
আইনের শাসনের মানদণ্ডেই হবে অমার্জনীয় পাপের
উপযুক্ত শাস্তি।
সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধ আর তাৎক্ষণিক নয়,
তা নিরবচ্ছিন্ন এবং জীবনের অবশ্য কর্তব্য বলেই
হয়ে উঠেছে অপরিহার্য।



==================

জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর, বাঁকুড়া - ৭২২১২২

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক