Featured Post
ছড়া ।। সবিতা বিশ্বাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নারদের শঙ্কা
ক্যালেন্ডারে চোখ পড়তে ভোলা ডাকেন 'উমি'
শোনোনি বুঝি মর্ত্যধামে বাজছে ঝুমঝুমি
এখনো কেন চুপটি করে ভাবছো বসে একা
ডাকছে শোনো ভক্তগণ দেবেনা তুমি দেখা ?
উমা বলেন পাগলা ভোলা খবর রাখো কিছু
কষ্ট করে তাকিয়ে দেখো ঘাড়টি করে নীচু
ঘিরে ধরেছে সারা পৃথিবী করোনা জুজু এসে
এই সময় ওখানে গিয়ে মরবো নাকি শেষে!
যাবো না আমি বাপের বাড়ি স্বামীর ঘর ভালো
তুমি আমার আকাশ প্রভু তুমি আমার আলো
বিপাকে পড়ে শিবশম্ভু হাসেন বোকা বোকা
থুতনি নেড়ে শিবানী বলে 'আমার হাবি খোকা'!
ঠিক তখুনি ঢেঁকি নারদ বললো হেঁকে ডেকে
কোথায় গেলে গণু জননী ধরা এলাম দেখে
মানুষ গুলো মুখোশ খুলে করছে ঘেঁষাঘেঁষি
কান্ড দেখে গা জ্বলে যায় এমন মেশামেশি
শঙ্কা মনে মহামারীটা স্বর্গে যদি আসে
মরবে সব দেবদেবীরা আটকে গিয়ে শ্বাসে
বাতলাও মা উপায় কোনো রক্ষা করো ধরা
উমা বলেন সবুর করো এত কিসের ত্বরা?
ঠিক করেছি মর্ত্যধামে কার্তিকেতে যাবো
করোনা নিয়ে বিজ্ঞানীরা আরো ক'দিন ভাবুক
ভ্যাকসিনটা তৈরী হলে করবো আমি পুশ
বদের আঁটি জলবিছুটি করোনাসুর হুশ্ |
------------------
Sabita biswas
Vll & po- majdia. Dist- nadia pin-741507
Ph- 8900739788 mail- sraybiswas@gmail.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন