Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

অণুগল্প ।। সাপ ।। মিনতি গোস্বামী


তের বছরের ডাকাবুকো ঝিমলি মাস দুয়েক ধরে সাপের স্বপ্ন দেখে।উঠোনে গেলে, কলতলায় গেলে লাইট জ্বেলে ও বড় বড় চোখ করে কাকে যেন খোঁজে। মায়ের ভাঁড়ার ঘরে​, রান্নাঘরে ঢুকেও সে ভয়ে সিঁটিয়ে যায়। সব সময় মনে হয় হিলহিল করে সাপটা এসে তাকে জড়িয়ে ধরছে।
ঝিমলির মা কদিন ধরে তার মুখচোখের আতঙ্ক লক্ষ্য করে বলে,"তোর কিসের ভয়?"
ঝিমলি বলে,"সাপ"।
ঝিমলির মা হেসে বলে,"ও, তুই সাপের স্বপ্ন দেখেছিস? সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয়। আমাদের ঘরে তো সে বালাই. নেই।তুই তো একমাত্র মেয়ে। ঝিমলির মাথায় কি ঢুকলো সে নিজেই জানেনা।

একদিন রাতে ঘুমের ঘোরে ঝিমলি দেখে, একটা বিরাট সাপ এসে তাকে জড়িয়ে ধরেছে।
জিভ বের করে তার সারা শরীরে​ ছোবল দিচ্ছে।
আর সেই সাপটার মুখটা ঠিক বাবার মত।
ঝিমলি চিৎকার করে উঠে বসে। ঘামে ভিজে গেছে সারা শরীর।
সাপ,সাপ শব্দ শুনে ঝিমলির মা উঠে লাইট জ্বেলে বলে,"স্বপ্ন দেখেছিস?"
ঝিমলির বাবাও উঠে বসে।
ঝিমলি বাবার দিকে আঙুল দেখিয়ে বলে,সাপ।
মা তাকে জড়িয়ে বলে,"ওটা তোর বাবা।
তুই স্বপ্ন দেখেছিস?
ঝিমলি বলে,"সা-- - -প।সা---প।

======০০০======


মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8967934204

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান