Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

দুটি কবিতা ।। সোমনাথ সাহা

 

নীরবতার শব্দ   

"I'm the one that's got to die when it's time for me to die, So let me live my life the way I want to."
                                                     Bob Marley

নীরবতার ভিতরেও এক নীরবতা শব্দ করে নীরবে।
তুমি শুনে দেখো....
নীরবতার ভিতরে লুকিয়ে থাকে একজোড়া হিংস্র চোখ ।
ভয় পেয়োনা তুমি..!!
নীরবতার ভিতরেও রয়েছে হিজলের ফুল রয়েছে শিশুর অভিমান-মেঘ।
ভারী মিষ্টি সেসব তুমি চেয়ে দেখতে পারো..!!
কোনো দিন তুমি নীরবতার পথে হেঁটে দেখো ,
বকুলের চুম্বন অনুভব করতে পারবে নীরবে।
তুমি জানো..? নীরবতার ভিতরে আছে প্রেমের পরাগরেনু।
তুমি হয়তো জানো না ..! নীরবতাকে চোখে চোখ রেখেও বোঝা যায়।
তুমি হয়তো জানো ...! নীরবতার ভিতরেও মাঝে মাঝে গর্জে ওঠে রাইফেল।
তুমি দেখবে ..... নীরবতার ভিতরে ভাত বেড়ে বসে রয়েছে মা।
নীরবতার সাথে কথা বলেছ তুমি..? ওদের সাথে ভারহীন শব্দ দিয়ে কথা বলতে হয়...একদিন বলেই দেখো।
এই নীরবতার ভিতরেই তো আছে সেইসব মানুষ গুলোর চিৎকার...,
যারা অবহেলার অতলে হারিয়ে যায়।
কান খাড়া করে শুনলে শুনতে পাবে তুমি......
এই নীরবতার ভিতরে লুকিয়ে আছে লুপ্তপ্রায় পাখিদের ডাক।
আর লুপ্ত হয়ে যাওয়া বাংলা ভাষার অস্ফুট গোঙানি।
যা তুমি একবারও শুনেও দেখলে না।

            

 

এখন সব অলীক

        

  "ভালোবাসায় ভর দিয়ে দাঁড়ানো,
              দাঁড়িয়ে জীবনটাকে ধরা।" -- সুভাষ মুখোপাধ্যায়

 

সন্ধ্যে হওয়ার পর নেশাগ্রস্ত চাঁদ আমাকে নিয়ে যায় তরলের অভিসারে।
এখন,
সমস্ত স্মৃতির কাছে নগ্ন হয়ে বসে আছি নদীর বুকে পাথর হয়ে।
দেখলাম অন্ধকার চিনিয়ে গেলো মুখোশ পরা মানুষদের।
আরো দেখলাম, অসম্পূর্ণ কবিতারা মিলিয়ে যাচ্ছে মাটির ঘ্রাণে।
আমি দেখলাম তোমার দুচোখ দিয়ে আমাকেই আমি দেখতে পাচ্ছি।
যেভাবে দেখতে পাই বৃষ্টি ভিজে যায় মুখ বুজে,
যেভাবে দেখতে পাই আগুনে পুড়ে যায় প্রতিবাদ।
এখন চোখ বন্ধ করে প্রশ্ন করবো তোমায়;   বলবো,
পাইন বনে লুকিয়ে কোনোদিন শিলং পাহাড় ছুঁয়েছ ?
জানতে চাইব, আমাদের দুটি ঠোঁট শেষ কবে নৈশভোজ করেছিল মনে আছে ?
আসলে মনে রাখার মতন মনে কেউ রাখে না।
যেমন ভাবে কেউ খেয়াল করে না নদীর অশ্রু বয়ে যেতে।
যেমন ভাবে কেউ লক্ষ করে না সবুজ কামিজ পরে হাত ধরে দাঁড়িয়ে আছে গাছেরা।
ঠিক তেমন ভাবেই বুকের অন্ধকার ঝাউবনে চলে যায় এক অসম যুদ্ধের সাথে যুদ্ধ করে।
এখন চোখ খুলে দেখবো জীবনের সব অলীক ইচ্ছে গুলো নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে,
ঘাটের পায়ের কাছে জমা হচ্ছে মায়া জঞ্জাল।
এক ফালি রোদ যখন পাঁচিল টপকে আমার কাছে আসবে, তখন নেশা চলে যাবে বকুলগাছ থেকে ছাতিমগাছে।
নেশা-ঘুম থেকে উঠে আমি হঠাৎ প্রশ্ন করবো-
কে তুমি সৃষ্টি নিয়ে শুয়ে আছো আমার বুকের উপরে ?
তুমি অলীক ! সব ঠিক করে দেওয়ার পরেও কত কি ভুল থেকে যায় তা কি তুমি জানো ?
না তুমি জানোনা কারণ,  এখন সব অলীক।

               =========


 

 সোমনাথ সাহা, উত্তর দুরগানগর, কলকাতা-৬৫, পোস্ট অফিস- রবীন্দ্রনগর, থানা- নিমতা, উত্তর ২৪ পরগনা।


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল