জীবে দয়ায় পুণ্য হয়, বলিদানে নয় ।। বাদল রায় স্বাধীন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

জীবে দয়ায় পুণ্য হয়, বলিদানে নয় ।। বাদল রায় স্বাধীন




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
পাঁঠা বলি না করে, রিপু করো বধ,
খড়গ ধরার উছিলায়,পান করোনা মদ।

বুদ্ধির জন্য দিও না সিদ্ধির কলকে টান,
রোগ মুক্তির জন্য পশু, দিওনা বলিদান।

পশুটারও জীবন আছে,ভুলে কেন যাবে,
এক জীবের মৃত্যুতে কি, অন্যে আয়ু পাবে?

আশীর্বাদের নামে যদি,পায়ে দলে মারো,
সাধু তোমার এমন রুপ,সময় থাকতে ছাড়ো।

ফ্রিতে খেয়ে বসে বসে, ভূড়ি করো মোটা,
পুঁজি তোমার রুদ্রাক্ষ আর, কপালে তিলক ফোটা।

গেরুয়া বসন আর, জট পাকানো চুল,
ধর্মের প্রধান অঙ্গ নয়, জীবে দয়া মুল। 

হিন্দু মুসলিম বিভেদ করে, জীবে দয়া নয়,
সকল সৃষ্টির স্রষ্টা একজন, প্রভূ দয়াময়।

No comments:

Post a Comment