ক্ষমতার অলি গলিতে ফোঁসফাঁস করে
কতকগুলি জলঢোঁড়া
আমরা সবাই ভয় পেয়ে পিছনে হাঁটি ।
আমরা কেউ খোঁজ তল্লাশ করিনা
সাপ গুলো বিষযুক্ত নাকি বিষহীন ।
যখন জানতে পারি
ওদের পিছনে বল ধরে
মেরুদণ্ডহীন এক কিংকোবরা তখন সাবধান হই।
আমরা বোকা নই
সাহস আছে , শুধু
কাজে লাগানোর অপেক্ষা
হাতে হাতে লাঠি তুলে নিলে
এগিয়ে যেতে বাধা ছিল না ।
============
অষ্টপদ মালিক
পাঁচারুল, হাওড়া-৭১১২২৫
No comments:
Post a Comment