কবিতা ।। মধ্যপঞ্চাশেও তুমি ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। মধ্যপঞ্চাশেও তুমি ।। আশিস ভট্টাচার্য্য

মধ্যপঞ্চাশেও তুমি অনন্যা সুন্দরী
এখনো হাসলে তোমার গালে টোল পড়ে 
এখনো তোমার চোখে তীব্র আকর্ষণ।

এখনো তোমার নজরে বাণে যে কেউ
ঘায়েল হবে সে ষোলো থেকে ষাট

তোমার হাসিতে যে কোন পুরুষ
 বুকে ঢেউ ওঠে বার বার।

যেকোনো তৃষ্ণার্ত পুরুষ হাজার মাইল পথ হাঁটতে পারে তোমার তৃষিত দুই ঠোঁট ও গালের প্রতীক্ষায়।

মধ্য পঞ্চাশেও তুমি ষোড়শীর ঝড় তোলে বিধ্বস্ত করো পুরুষ হৃদয়।

মধ্য পঞ্চাশেও হেলেন ,ক্লিওপের্টা অথবা দ্রৌপদীর মত বিতর্কিতা
 
================


আশিস ভট্টাচার্য্য
 রামকানাই গোস্বামী রোড 
শান্তিপুর, নদিয়া 741404





No comments:

Post a Comment