জীবনের সব রঙ পেরিয়ে
একটা জলসাঁকো একটা বৃত্ত আঁকে
যে বৃত্ত হয় তো কেউ পেরিয়ে যায়
হয় তো বা কেউ কখনই পারে না।
তবুও জলসাঁকো একটা বৃত্ত আঁকে
আঁকে সকালের প্রশান্ত আকাশ
আর স্বপ্নের সবুজ সুবিশাল করিডোর...
---০---
মহাজিস মণ্ডল
সবুজলেন, নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড, জোকা,
কলকাতা-৭০০১০৪
-০-
No comments:
Post a Comment