কবিতা ।। মৃত্যুকূপে আর্তনাদ ।। সেখ মেহেবুব রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। মৃত্যুকূপে আর্তনাদ ।। সেখ মেহেবুব রহমান



পাথুরে ভূমিতে দাঁড়িয়ে এতকাল দেখেছে--
পাহাড়ের কোলে ভোরের সূর্যোদয়
শরৎ-শুভ্র মেঘের ভেলা আকাশের বুকে ভেসেছে মনের আনন্দে
বরফগলা জলে ক্ষীণ নদী আঁকা-বাঁকা পথে বয়েছে সহস্র কিমি
খোলা আকাশের নীচে নীলরঙা মাজার-ই-শরিফ ছড়িয়েছে পবিত্রতা।

বন্দুক হাতে হানাদারীর হুঙ্কারে অতর্কিতে ঝাপসা ভবিষ্যৎ...

এক ফোঁটা রক্ত, জল্লাদের হাসি খুন করেছে তাদের স্বাতন্ত্র্য
হ্যান্ড গ্রেনেড, মর্টারের সামনে আজ অসহায় আত্মসমর্পণ।
উগ্রবাদের বিষ মিশ্রিত ড্রোন উড়ছে মুহুর্মুহু
কখন যে নেমে এসে অজান্তে দংশন করবে নিরীহ প্রাণ।
দুর্ভাগা স্নিগ্ধ বাতাসে শ্বাস নিতে, স্বদেশের মাটি ত্যাগে বিদেশের পথে!

কৃষ্ণকায় কাপড়ে মুড়ে অসহায় প্রাণগুলো
সুগভীর গিরিখাতে ঝাঁপ দিতে বাধ্য-- এ যে বর্বরের বেকুব ফতোয়া!
শিক্ষার সিঁড়ি ওরা গুঁড়িয়ে দিয়েছে
বন্দুকের বেড়া দিয়ে মৃত্যুর বীজ পুঁতছে!

মুক্তির পথ খোঁজা সেই প্রাণদের আমি চিনি না
জানি না তাদের ভাষা, দেখেনি তাদের পূর্ণভূমি
তবু শুনি গভীর রাতে তাদের হাহাকার
কাবুল হতে ভেসে আসে কাবুলিওয়ালার চিৎকার।।


====================

নাম- সেখ মেহেবুব রহমান
জেলা- পূর্ব বর্ধমান


No comments:

Post a Comment