কবিতা ।। ব্যস্ত জীবন ।। অনিশা মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। ব্যস্ত জীবন ।। অনিশা মন্ডল



হারিয়ে গেছে  মিষ্টি মধুর
পুতুল পুতুল খেলা ।
মুঠো ফোনে বন্দী এখন
অবোধ ছেলে বেলা ।
 
সাদা খাম আর আদর মাখা
অতীত ভালোবাসা,
অনেক খানি অপেক্ষা আর
একটু খানি আশা ।
 
কোথায় যে সব তলিয়ে গেলো
বইয়ের নেশা গুলো ,
নেটের নেশায় বইয়ের উপর
জমছে শুধুই ধুলো ।
 
আবদ্ধতার গন্ডিতে সব
আটকা আপন ঘরে,
ব্যস্ত জীবন ধুঁকছে এখন
একাকিত্বের জ্বরে ।
 
===========
 














অনিশা মণ্ডল, ফুলিয়া, নদিয়া।

No comments:

Post a Comment