Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

ছবি
  এই সংখ্যায় একটি গ্রন্থ আলোচনা ও একটি ধারাবাহিক রচনা ছাড়া সব লেখাই ভাষা দিবস, মাতৃভাষা, ভাষাচেতনা ও ভাষা সমস্যা বিষয়ক রচনা। লেখাগুলি এই সংখ্যাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। পড়ুন। শেয়ার করুন। মতামত জানান। লেখকগণ নিজের নিজের লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি, যে মাধ্যমে খুশি। কিন্তু স্ক্রিনশট শেয়ার নৈব নৈব চ!  অন্য বিষয়ের লেখাগুলি আগামী সংখ্যার জন্য রইল।  সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকুন।   --সম্পাদক, নবপ্রভাত। ==  সূ  চি  প  ত্র  == প্রবন্ধ-নিবন্ধ অমর ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীর বাংলা ভাষা দুর্জয় দিবস।। বটু কৃষ্ণ হালদার ভাষা শহীদদের পঁচাত্তর বছর।। অনিন্দ্য পাল একুশে ফেব্রুয়ারি : বাঙালির শ্রেষ্ঠ অশ্রুবিন্দু।। জীবনকুমার সরকার কবিগানের সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক মূল্য।। বারিদ বরন গুপ্ত বিপন্ন মাতৃভাষা ও সংস্কৃতি।। শ্যামল হুদাতী মায়ের দুধ আর মাতৃভাষা।। প্রদীপ কুমার দে একুশে ফেব্রুয়ারি : কিছু কথা।। বনশ্রী গোপ বাংলায় কথা বাংলায় কাজ।। চন্দন দাশগুপ্ত বিপন্ন মাতৃভাষা ও তার মুক্তির পথ।। মিঠুন মুখার্জী. হে অমর একুশে, তোমায় ভুলিনি, ভুলব না।। মহম্মদ মফিজুল ইসলা...

গল্প ।। আলো ছায়ার লুকোচুরি খেলা ।। শেফালি সর



ভাদ্র দিনের  অপরাহ্ন বেলায় মনের  এই  ছোট্ট বারান্দাটাতে বসে বসে সবুজ  ধান ক্ষেতের উপরে মেঘ-রোদ্দুরের লুকোচুরি  খেলা  দেখছিলাম। আহা,সে-কী মনোরম দৃশ‍্য!  আলো ছায়ার  একত্রে এক  অপূর্ব  সহাবস্থান।যেন মনে হ'ল আমাদেরও  ফসল ভরা  জীবন ক্ষেতের উপরে এমনি  আলো ছায়ার ছবি এঁকে  যায়  সে যে কোন চিত্রকর! সেই  অদৃশ্য  চিত্রকর তার  আপন খেয়ালে ছবি আঁকে, আলো আঁধারের ছায়া ফেলে জীবনের  চিত্রপটে।সে ছবির  প্রতিটি তুলির টানে চিত্রকর সুখ দুঃখ, আনন্দ বেদনার  রঙ মাখিয়ে  দেয়।সেই কখন  জীবন -প্রভাতের প্রথম সন্ধিক্ষণ থেকে  জীবন-সায়াহ্নের ম্লান আলোকের কাঁপা কাঁপা ছায়া ছায়া  নিভু নিভু নিষ্করুণ প্রদীপ  শিখার ছবিটি  সুকৌশলে  এঁকে  যায়  দক্ষ  চিত্রকর।যেন শান্ত  মনে সন্ধি করে  অনন্তের সাথে সন্ধ‍্যার আলোকে।জীবনের অন্তর্নিহিত যত কথা যেন  শান্ত নীরবতায় লীন হয়ে যায়।সে এক মর্মান্তিক  নীরবতা!

 তখন প্রভাত আলোকের সেই টলটলে জীবন্ত ছবিটি বেদনার  রঙে রেঙে ওঠে।স্মৃতিপটে ছায়ার  মূর্তিতে ফুটে ওঠে শূণ্যতা -রিক্ততা।ধীরে ধীরে ভেস ওঠে জীবনের  জীর্ণ  ইতিহাস।যেন মনে পড়ে  যায় বাল‍্য নীহারিকা।কখনো বা ভেসে ওঠে ছায়ার  মূর্তি  ধরে  যৌবনের  প্রজ্জ্বলিত আলোক শিখা। কত কত যুদ্ধ,সংঘাত,মৃত‍্যু--কত কত দুঃখ-ক্লেশ-যন্ত্রণা! জীবনে নেমে আসে ক্রমশঃ অন্ধকারের  ছায়াময় রূপ।আলো আর ছায়া -জন্ম আর  মৃত্যুর  মতো একে অপরকে কাছে  টানে।আলোকের স্মৃতিকে ছায়া  সর্বদা  নিজের  বুকে  ধরে  রাখে,তারই আরও  এক ছবি প্রতীয়মান হয়  জীবনের  কোলাজে।আছে আলো আছে ছায়া -জন্ম মৃত‍্যুর নিগড়ে বাঁধা প্রভাত ও সন্ধ‍্যার মতো। আাঁধার ছায়াকে সরিয়ে হয়  প্রভাত রির আগমন। আবারও  ছায়ার  ঘোমটা  টেনে  আাঁধার নেমে আসে পৃথিবীর  বুকে।এমনি আলো ছায়ার  লুকোচুরি  খেলা  চলে  অনবরত এই  বাস্তব  পৃথিবীর  সবখানে।ছায়াময় পৃথিবী  হ'ল এক স্বপ্নময় রহস‍্যে ভরা  এক অদ্ভুত  জগৎ। সেখানেও আলো এসে মায়াময় করে  তোলে।

ঠিক  যেন  জন্ম মৃত‍্যুর পরপারে এক রহস‍্যময় জগৎ। আমাদের  এই আলো ছায়ায়  মাখামাখি জগৎটাও  অবিকল তারই মতো।জন্ম- মৃত্যুর খেলা  আর আলো- ছায়ার  খেলা খুবই  স্বাভাবিক  ও স্বতঃস্ফূর্ত এক প্রক্রিয়া  যা ঘটে যা ঘটে চলে  আমাদের  বাস্তব জীবনের  এই  খেলাঘরে।এ সবই মিলায় সেই  নিশার স্বপন  সমান- এমনি  আলো ছায়া লুকোচুরি  খেলা  করে  চিত্রার্পিতের মতো।এই যে বিচিত্র  বিশ্বের  সদা ব‍্যস্ত মানুষ  আমরা  মহাবেগে ভেসে চলেছি জীবন প্রবাহে,-এ জগৎটা হ'ল আলোময় জগৎ।এর  ঠিক  উল্টো দিকে আরও  একটা  জগৎ আছে  তা হ'ল সম্পূর্ণ  ছায়াময়,ধোঁয়াশা কুয়াশায়  ঢাকা। অবিকল ছায়াচিত্রের মতো। বিশ্ব রঙ্গ মঞ্চে সেই ছায়াচিত্র প্রদর্শিত  হচ্ছে,ক্ষণে ক্ষণে আলো ছায়ার  খেলা যা আমাদের  দৃশ‍্যমান হয়। একবার  আলোক রশ্মি আবার  পরমুহূর্তে ছায়া। ঠিক  যেন অদৃশ্য  স্বপ্ন -লোক- ঈশ্বরেরই এক চলচ্চিত্র। আলোকময় যন্ত্রণা কাতর ও বেদনাপীড়িত -আপাত মধুর এই  পৃথিবীর  চেয়ে  ছায়াময় স্বপ্নলোক বড্ড নয়ন প্রীতিকর ও সুন্দর।সে জগতের সন্ধান  আমরা  সাধারণ  মানুষ  পাই না ঠিকই শুধু  কল্পনা  করি মাত্র।

---------------------:-------------------


                        শেফালি  সর
                          জনাদাঁড়ি
                         গোপীনাথপুর
                      পূর্ব মেদিনীপুর
                           ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত