দুটি কবিতা ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

দুটি কবিতা ।। দেবযানী পাল

 


ঔৎসুক্য


কথা বলো অনাদি অনন্ত সময়
তোমার প্রেক্ষাপটে কি অভিনীত হতে যাচ্ছে!
যুগান্তব্যাপী রসদ যুগিয়েছে যে মহাকাল
তার বলয়ে জীবন কোন্ উপন্যাস রচনা করেছে,
চরিত্র চিত্রণ ভার কত জনের ওপর ন্যস্ত থাকবে?
ফুটে উঠবে তো সমস্ত পরিস্থিতির মানচিত্র !

কথা বলো ওগো অসীমের স্পন্দন
কত স্পন্দিত বার্তা তোমার আঘ্রানে স্বতঃস্ফূর্ত!
সৃষ্টির পদধ্বনি অবিরত শুনতে পাওয়া যায়,
সবই কি স্বাভাবিক ছন্দে নাকি কিছুর ছন্দপতন!
অসীমের নিঃস্বতায় যুগান্তরের ঘূর্ণিপাকে বিধ্বস্ত?
তবুও স্পন্দনের আওয়াজ পাবো তো!

দীন সীমারেখা ভুবনের জীবন বৈচিত্র্য মানসে
কালের খেলা চলছে তারই মাঝে প্রতিনিয়ত
সময়ের দ্বারে দন্ডায়মান আমরা,স্পন্দনিক।

====০০====

বর্ষা তুমি ঝোরো না গো অমন করে

ওগো আমার বিগত যৌবন আজ
             ধরা দিচ্ছে তোমার অঝোর ধারায়
আকুল প্রেমের টানে আপনি হারায়।
  সেই সেদিনের কথা আমার কানে
      রিনিঝিন করে বাজছে ওগো বর্ষা রাণী
জল থৈ থৈ উথাল পাথাল পরানে।
জল তরঙ্গ বাজছে জীবন হারিয়ে জীবনে
        বর্ষার বীন বাজছে যেন নাগ নাগিনের 
আসরে,মাতাল করা মিলন নেশার কাহানে। 
       যত দূর চোখ যায়,দেখি তোমার ঘন ঘটা
জীবন আকাশেও ছিল মেঘ মল্লার রাগ
             ছিল বৃষ্টিস্নাত রামধনুর রঙীন ছটা।
আবেগ মুছে গেছে সময়ের ধারাপাতে
আজ শুধু নিশ্বাসের শব্দ তোমার শব্দে মেশে
কুল ছাপা স্রোতহীন অশ্রু নদীর সাথে।
    মনে পড়া এই অঝোর বর্ষার রাতে মন মরে
না পাওয়ার দৈন্যতা দীর্ঘশ্বাস ফেলে
     বর্ষা তুমি আর ঝোরো না অমন করে।

No comments:

Post a Comment