কবিতা ।। ঈশ্বর ।। সোমা চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। ঈশ্বর ।। সোমা চক্রবর্তী



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আমি তখন...
ঈশ্বরের আঙুল ছুঁতে চেয়েছিলাম।
আমি তখন...
ঈশ্বরের পায়ে মুখ ডুবিয়ে কাঁদতে চেয়েছিলাম
এক বুক কান্না।
যে কান্না রক্ত-মাংস-মজ্জায় মিশে থাকে,
যে কান্না রক্ত-মাংস-মজ্জায় গড়া মানুষ
দেখতে পায় না,
সেই কান্না...
সর্বান্তকরণে অর্পণ করতে চেয়েছিলাম
ঈশ্বরের পদতলে।
আমি তখন...
সারা আকাশ খুঁজেছিলাম...
আমি তখন শূন্যকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম...
আমি তখন...
একটা নতুন পথ বানাব বলে...
সম্বল করেছিলাম...
শুধু দুই হাতের দশ আঙুল।
আমার বিশ্বাসে কোন ফাঁক ছিল না।
আমার অপেক্ষা ছিল একেবারে নিটোল,
আমার হৃদয় ছিল নির্ভেজাল,
টুকটুকে লাল আপেলের মতো।
তবু বারে বারে শুধুই সামনে এল
দীপ নেবা দেবালয়।
পাথরের দেবতা যেখানে যুগ যুগ ধরে
অবিচলিত পাথর!

____________________________________


সোমা চক্রবর্তী।
Kalikapur, Taki Toad 
PO. Barasat, Dist: 24 Pgs (N), WB.
Pin: 700124.


No comments:

Post a Comment