কবিতা ।। আমার ভাষা (১৪২৮) ।। ভগবতীচরণ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। আমার ভাষা (১৪২৮) ।। ভগবতীচরণ দত্ত




তেলে জলে দুধে ভাতে মাঠে ঘাটে বাঁচি,
বনে বনে আলে পথে ঠান্ডা লেগে হাঁচি।

দুঃখ কষ্ট ঘরে ঘরে শাকে ভাতে ডালে,
খলসে পুঁটি তেলাপিয়া ধরি ডোবা খালে।

আছে আশা বাংলা ভাষা সারি জারি গানে,
সোনা ধানে লাগে পোকা ভাসে নদী বানে।

মাতৃভাষা সবার প্রিয় রবি ঠাকুর বলে,
মনের কথা যায়রে বলা হাটে বাটে চলে।

বাঙালি আজ বাংলা ভাষায় করে ইত:স্তত,
ইংরাজিটা সরগত নয় বাংলায় থতমত।

অফিস কাজে হিন্দি আছে ইংরাজিটা খাসা,
আসানসোল পেরিয়ে গেলে বাংলার নাই আশা।

হায় বাঙালি! বুঝলে কিছু বাংলা ধরো মুখে,
বিশ্বজুড়ে রবির খ্যাতি থাকবো কেন দুখে?

রাম পাঁচালি, মহাভারত, নকশী কাঁথার মাঠে,
শরৎ মানিক আশাপূর্ণা বাঁচবে বইয়ের হাটে।

আই বাঙালি! অর্থে গরিব, মনে গরিব কেন?
রফিক সালাম একুশেতে বাংলা ভজি যেন।

দুই বাংলা গঙ্গা-পদ্মা একই প্রাণের ভাষা,
বলছে দেখো রসের ধারা বড় ভালোবাসা।
 
=====০০০=====
 
               ----ভগবতীচরণ দত্ত
                  পাত্রসায়ের ,(দত্তপাড়া, রাখাল কুঠির)
                      বাঁকুড়া -৭২২২০৬প,ব
                        ৮৯০৬৯৬৫০৪৮

No comments:

Post a Comment