আকাশ জুড়ে মেঘ করেছে, মেঘের পরে রোদ
কোথায় আছে আনন্দনগর কোথায় বা শোক
একলা পথে হাঁটি যখন ছায়ার ভারে ন্যুব্জ
তবুও যেন মনের কোণে আসেনা তো বিশ্বাস
হাওয়ার সাথে ভেসে ওঠা, হাওয়ার মাঝে ম্লান
নিদ্রা ভুললে পড়ে থাকে অনাদরের নির্যাস
অন্ধকারে হাতরে বেড়ায়-মাতাল আমি নই
যে কথাটা মনে আছে মুখে আসছে কৈ?
যে পথে তে এগানো যায় ফেরার পথ তা নয়
স্তব্ধতা আড়াল হলে পড়ে কেবলই শূন্যতা।
===========
সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর ,নদিয়া-৭৪১১০১
চলভাষ-৯৫৬৩৮১৯৪০১
No comments:
Post a Comment