কবিতা ।। তুমি আমার আদরের ।। গােষ্ঠবিহারী খাড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। তুমি আমার আদরের ।। গােষ্ঠবিহারী খাড়া



তুমি আমার আদরের লিপিখানি
পড়ে গেলে     পাঠযােগ্য লেখা
তােমার মনে দাগ কেটে গেলে
.
তােমার প্রতি আমার ঋণ
ক্রমশঃ বড় হতে থাকে
বড় হতে থাকে আমার
গােপন ব্যথা       ঋণ একে অপরকে
জড়িয়ে থাকে লতার মত

লতা তােমার আমার পায়ের আঙিনা
ছাড়ে না      কোথায় শিলান্যাস?
এক-পা, এক-পা চলতে চলতে
এগিয়ে যেতে হয় লক্ষের দিকে

তুমি আমার আদরের লিপিখানি
 
=====০০০=====
 








Gosthabehari khanra
Vill+PO- Bawali, PS-Nodakhali,
Dist-South 24 Pgs(s), West Bengal-700137
 

No comments:

Post a Comment