কবিতা ।। প্রাক্তন ।। তাসফীর ইসলাম (ইমরান) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। প্রাক্তন ।। তাসফীর ইসলাম (ইমরান)




বসন্তের এক পড়ন্ত বিকেলে
ঘোর লাগা এক বাস্তব প্রতিক্ষণে
আজ থেকে বেশ কয়েক বছর পর যখন হবে-
আমাদের শেষবেলায় হঠাৎ দেখা।
ঠিক সেদিনও আমার মানিব্যাগটাতে থাকবে সেই গন্তব্যহীন চিঠি,
আমার  ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা!
হঠাৎ আমায় দেখে তোমার দুই কালো চোখে
বৃষ্টি নেমে যাবে সেদিন।
আমাদের অতীত বর্তমান অস্তিত্বকে সাথে নিয়ে-
মুখোমুখি টানটান হয়ে দাঁড়াবো দুজন।
সব মুহূর্ত পড়ে থাকবে তখন চুপ
আঁটবে বুঝি একে অপরের ঠোঁটের তুড়ুপ,
কারণ আমি যে আজ শুধুই প্রাক্তন
কোনও ছাপ ফেলেনি তাতে আমাদের বর্তমান।
সেদিনও খুব নিবিড় ভাবে –
মনে মনে জড়িয়ে ধরে ছিলাম তোমাকে
তুমি ফেললে ঘন দীর্ঘ নিঃশ্বাস
এক উষ্ণতা এনে দিয়েছিলাম আমি।
বলেও বলতে পারিনি,
পকেটে হাত দিয়েও মানিব্যাগ থেকে বের করতে পারিনি সেই ভাঙ্গা হাতে লেখা গন্তব্যহীন উড়োচিঠি!
কারণ আমি যে আজ শুধুই প্রাক্তন।
আজ শুধুই নিস্তব্ধতাকে অনুভব করে বেঁচে আছি আমি।
তোমার বর্তমানেই নিজেকে খুঁজি আমি।
শেষকালে অতীত নিয়ে ভেবে কি আর হবে?
কাল যা চাই আজ যে তা পাই না
বয়সের উপান্তে দাঁড়িয়ে করি বৃধা সাধনা
মোহ কেটেছে তো আজ বহুকাল
তবুও সান্ত্বনা যে প্রাক্তন হয়েছি শেষকাল।



লেখকঃ তাসফীর ইসলাম (ইমরান) শিক্ষার্থীঃ সার্ভে ইঞ্জিনিয়ারিং, বাসাই 
imran187619@gmail.com

No comments:

Post a Comment