অণুগল্প ।। সাপ ।। মিনতি গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

অণুগল্প ।। সাপ ।। মিনতি গোস্বামী


তের বছরের ডাকাবুকো ঝিমলি মাস দুয়েক ধরে সাপের স্বপ্ন দেখে।উঠোনে গেলে, কলতলায় গেলে লাইট জ্বেলে ও বড় বড় চোখ করে কাকে যেন খোঁজে। মায়ের ভাঁড়ার ঘরে​, রান্নাঘরে ঢুকেও সে ভয়ে সিঁটিয়ে যায়। সব সময় মনে হয় হিলহিল করে সাপটা এসে তাকে জড়িয়ে ধরছে।
ঝিমলির মা কদিন ধরে তার মুখচোখের আতঙ্ক লক্ষ্য করে বলে,"তোর কিসের ভয়?"
ঝিমলি বলে,"সাপ"।
ঝিমলির মা হেসে বলে,"ও, তুই সাপের স্বপ্ন দেখেছিস? সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয়। আমাদের ঘরে তো সে বালাই. নেই।তুই তো একমাত্র মেয়ে। ঝিমলির মাথায় কি ঢুকলো সে নিজেই জানেনা।

একদিন রাতে ঘুমের ঘোরে ঝিমলি দেখে, একটা বিরাট সাপ এসে তাকে জড়িয়ে ধরেছে।
জিভ বের করে তার সারা শরীরে​ ছোবল দিচ্ছে।
আর সেই সাপটার মুখটা ঠিক বাবার মত।
ঝিমলি চিৎকার করে উঠে বসে। ঘামে ভিজে গেছে সারা শরীর।
সাপ,সাপ শব্দ শুনে ঝিমলির মা উঠে লাইট জ্বেলে বলে,"স্বপ্ন দেখেছিস?"
ঝিমলির বাবাও উঠে বসে।
ঝিমলি বাবার দিকে আঙুল দেখিয়ে বলে,সাপ।
মা তাকে জড়িয়ে বলে,"ওটা তোর বাবা।
তুই স্বপ্ন দেখেছিস?
ঝিমলি বলে,"সা-- - -প।সা---প।

======০০০======


মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8967934204

No comments:

Post a Comment